Abar fire ele | Dwitiyo purush - Arijit Singh Lyrics
| Singer | Arijit Singh |
| Music | Anupam Roy |
| Song Writer | Anupam Roy |
তুমার অভিমানে ভরা
কৃশ্নকলি নামে ধরা দিতে চায়
পথ হারিয়ে ফেলে সুবর্নরেখা তাই
দু চখ ঢেকে যাচ্ছি কে কোথায়
তুমার অভিধানে আছে
এমন কোন হাসি ছুয়ে গেছে মন
মুগ্ধ হব আবার অল্প কিছুক্ষণ
হাতের মুঠোয় চাইছি শিহরণ
কৃশ্নকলি নামে ধরা দিতে চায়
পথ হারিয়ে ফেলে সুবর্নরেখা তাই
দু চখ ঢেকে যাচ্ছি কে কোথায়
তুমার অভিধানে আছে
এমন কোন হাসি ছুয়ে গেছে মন
মুগ্ধ হব আবার অল্প কিছুক্ষণ
হাতের মুঠোয় চাইছি শিহরণ
যাত্রিহিন এই রাত্রি গুলোর বন্ধু হবে কে
শিতের বুতাম আটকে নিয়ে সঙ্গী হবে কে
অই পাথুরে ঝরনা ঝলের ঝিমঝিম উল্লাসে
এই নিমিষে হাওয়ার ছোবল এড়িয়ে যাবে সে
আবার ফিরে এলে
জেগে আছি হয়ে নিঘুম
আবার ফিরে এলে ভালোবাসা যায় ফুরিয়ে
তুমার বিপদ গলির কাছে
ডানা মেলে আমি জানতে পরিচয়
তুমার সঙমালা সাঝাই
চিহ্ন রাখা আছে সব্দ হিনতায়
watch funny video যাত্রীহিন এই রাত্রি গুলোর বন্ধু হবে কে
আবার ফিরে এলে জেগে আছি
আবার ফিরে এলে ভালোবাসায় উড়ে যায় দিন ফুরিয়ে
0 Comments